সন্তানকে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণ, টাকা-স্বর্ণালংকার লুট
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-১৪ ২০:০৭:৩০
বাগেরহাট সদরের বাদেকাড়াপাড়া এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে অভিযুক্ত নগদ ৪৭ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও দুই জোড়া কানের দুল নিয়ে পালিয়ে যান।
সোমবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) থানায় অভিযোগ করেন নির্যাতনের শিকার নারীর স্বামী। পরে সজল মল্লিক (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় রুবেল হাওলাদার নামের একজনকে অভিযুক্ত করা হয়েছে। তিনি সদর উপজেলার পোলেরহাট এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদের জন্য আটক সজল মল্লিক বাদেকাড়াপাড়া এলাকার মফিজ মল্লিকের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
নির্যাতনের শিকার নারীর স্বামী একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মী। তিনি বলেন, সোমবার আমার নাইট ডিউটি ছিল। এ সুযোগে সজল মল্লিকের সহযোগিতায় রুবেল হাওলাদার আমার ঘরে প্রবেশ করেন। পরে আমার একমাত্র সন্তানকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ করেন রুবেল। পরে ঘরে থাকা নগদ ৪৭ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও একটি চেইন নিয়ে পালিয়ে যান।
বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত রুবেল হাওলাদারকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
এএ