যক্তরাষ্ট্রে ১৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে ইস্পাত উৎপাদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৫ ১৪:৪২:০১


বর্তমানে বৈশ্বিক ইস্পাত উৎপাদনে চতুর্থ স্থানে যুক্তরাষ্ট্র।চলতি বছর করোনা মহামারীর স্থবিরতা কাটিয়ে গতি ফিরেছে দেশটির অবকাঠামো নির্মাণ খাতে। ফলে লাফিয়ে বাড়ছে ইস্পাতের চাহিদা। স্থানীয় চাহিদা পূরণে শীর্ষ কোম্পানিগুলো অব্যাহতভাবে বাড়িয়েছে ইস্পাত উৎপাদন।

এ বিষয়ে সম্প্রতি আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউট (এআইএসআই) এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার নেট টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ। ওই সময় দেশটি ৭ কোটি ৫২ লাখ ৮১ হাজার নেট টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল। ১১ মাসে ইস্পাতের জোগান সক্ষমতার হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ৬ শতাংশ। গত বছরের একই সময় জোগান সক্ষমতা ছিল ৬৮ দশমিক ১ শতাংশ।

সানবিডি/এনজে