দর পতনের শীর্ষে কাট্টালি টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৫ ১৬:০১:৪৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮১  শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৬৪ বারে ৫ লাখ ৯০ হাজার ৮৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৫৮ বারে ৬৪ হাজার ১১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৫০ বারে ২ লাখ ৫০ হাজার ৭৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আজিজ পাইপসের ৩.৭০ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৩.৬৬ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৩.৬৫ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৬০ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৩.৩১ শতাংশ এবং তুংহাই নিটিংয়ের শেয়ার দর ৩.১৭ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস