ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৫ ১৬:০৬:৩১
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নতুন নিয়োগপ্রাপ্ত প্রবেশনারি অফিসারদের ওরিয়েন্টশন বুধবার (১৫ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান।
ট্রেনিং সেশনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ইসলামী ব্যাংক ট্রেইনিং এন্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর প্রিন্সিপাল এস.এম. রবিউল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাজনুজ্জামান এবং সৈয়দ তাজুল ইসলাম।
এএ