জাতীয় স্মৃতিসৌধে আগত অতিথিদের জন্য নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-১৫ ২২:০৯:৫৯


বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগত অতিথিদের অনুষ্ঠানে সকাল ৬টার পরিবর্তে ৭টা ১৫ মিনিটে উপস্থিত থাকার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের সময় শুধুমাত্র মুক্তিযুদ্ধমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ৯ পদাতিক ডিভিশনের এর জিওসি, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলার জেলা প্রশাসক অভ্যর্থনা ও বিদায় জানানোর জন্য উপস্থিত থাকবেন।

করোনা পরিস্থিতির কারণে গত বছর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে যাননি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংশ্লিষ্ট সচিবরা।

এএ