২ লাখ ৯০ হাজার ব্যারেল বেড়েছে জ্বালানি তেল উত্তোলন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৬ ১৪:২৮:১৭
বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলনে ঊর্ধ্বমুখিতা অব্যাহত আছে। নভেম্বরে টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি পণ্যটির বৈশ্বিক উত্তোলন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বৈশ্বিক সরবরাহও। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)।
এ বিষয়ে জোটটির মাসভিত্তিক প্রতিবেদনে দেখা গেছে, নভেম্বরে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন গড়ে ২ কোটি ৭৭ লাখ ২০ হাজার ব্যারেলে পৌঁছেছে। আগের মাসের তুলনায় উত্তোলন বেড়েছে দৈনিক ২ লাখ ৯০ হাজার ব্যারেল করে। সৌদি আরব, ইরাক ও নাইজেরিয়া উত্তোলন বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। তবে অ্যাঙ্গোলা, লিবিয়া ও কঙ্গোয় উত্তোলন কমেছে। বৈশ্বিক উত্তোলনে ওপেকের হিস্যা অক্টোবরের মতোই ২৮ দশমিক ২ শতাংশে অপরিবর্তিত ছিল।
গত মাসে জ্বালানি পণ্যটির বৈশ্বিক সরবরাহ আগের মাসের তুলনায় দৈনিক ৮ লাখ ৮০ হাজার ব্যারেল করে বেড়েছে। মোট সরবরাহ দাঁড়িয়েছে গড়ে দৈনিক ৯ কোটি ৮২ লাখ ৮০ হাজার ব্যারেল। গত বছরের একই সময়ের তুলনায় সরবরাহ বেড়েছে ৫৬ লাখ ২০ হাজার ব্যারেল।
এই প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে সৌদি আরব দৈনিক ১ লাখ ১ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছে। মোট উত্তোলন দাঁড়িয়েছে ৯৮ লাখ ৭০ হাজার ব্যারেলে। ইরাক দৈনিক ৯১ হাজার ব্যারেল করে উত্তোলন বাড়িয়েছে। মোট উত্তোলন দাঁড়িয়েছে দৈনিক ৪২ লাখ ৪০ হাজার ব্যারেলে। এছাড়া নাইজেরিয়ার উত্তোলন দৈনিক ৮৫ হাজার ব্যারেল করে বেড়ে দৈনিক ১৪ লাখ ২০ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে।
সানবিডি/এনজে