স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বিএইচবিএফসি’র

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৬ ১৬:৩৬:১৮


নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানের সদর দফতরসহ সকল অফিসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল সাড়ে ৭টায় প্রতিষ্ঠানটির সদর দফতরস্থ বঙ্গবন্ধু প্যাভিলিয়নে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব দেন। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ কর্পোরেশনের চট্টগ্রাম জোনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শহরটির কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে জীবন দানকারী শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

এছাড়াও, দিবসের সূচনালগ্ন রাত ১২.০১ মিনিটে কর্পোরেশন কর্তৃপক্ষের পক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাতীয় প্যারেড গ্রাউন্ডে সরকার আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করায় কর্পোরেশনের পক্ষে জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে তাঁর পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন যথাক্রমে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপক জনাব প্রলয় কুমার ভট্টাচার্য্য।

অপরাহ্নে ব্যবস্থাপনা পরিচালক জাতীয় সংসদ ভবন এলাকায় এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সরকার আয়োজিত এদিনের বিশেষ শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেণ। সকল আনুষ্ঠানিকতায় বিএইচবিএফসি’র ঊর্ধ্বতন সকল নির্বাহীবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপনকে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য করে তোলার জন্য ১৫ ডিসেম্বর থেকে মাসের শেষ দিন পর্যন্ত কর্পোরেশনের নিজস্ব স্থাপনাসমূহে দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। আয়োজনসূচীতে আরও রয়েছে শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং অন্যান্য অনুষ্ঠানমালা। বিজ্ঞপ্তি

এএ