করোনায় স্থগিত পাকিস্তান-উইন্ডিজ ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৭ ১০:৪৫:০৫


করোনার কারণে স্থগিত করা হয়েছে পাকিস্তান- ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ক্যারিবিয়ান স্কোয়াডের ৫ ক্রিকেটার ও কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণেই ২০২২ সালের জুলাই মাস পর্যন্ত স্থগিত করা হয়েছে এই সিরিজ। জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এর আগে, বুধবার (১৫ ডিসেম্বর) পিসিআর টেস্টের পর ক্যারিবিয়ান ক্রিকেটার ও কর্মকর্তাদের করোনাভাইরাসে আক্রান্তের তথ্য নিশ্চিত করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

তারপর, দুই বোর্ডের কর্মকর্তারা বৈঠকে বসে সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।

এএ