বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার সপক্ষে কথা বলতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-১৭ ১৮:৪০:২০


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘পণ্ডিত হলেই কেউ বুদ্ধিজীবী হবে না। বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার সপক্ষে কথা বলতে হবে।’

শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রজন্ম ‘৭১ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের ৫০ বছর: আমাদের যত অর্জন ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমরা দায়মুক্ত হতে চাই। বুদ্ধিজীবীদের তালিকা যদি করতে না পারি, তবে দায়মুক্ত হবো না। আমরা দায় এড়াতে চাই না, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চাই। আপনাদের অনুরোধ করবো- কারও কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে সহায়তা করুন।’

পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ বিষয় অর্ন্তভুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের পাঠ্যসূচিতে স্বাধীনতাবিরোধীদের চরিত্র তুলে ধরতে না পারায় এখনও তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। পাকিস্তান বাহিনী কবে আত্মসমর্পণ করেছে— এমন প্রশ্নে ৯০ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান উত্তর দিতে পারেনি। এর কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মোস্তাক-জিয়াসহ স্বাধীনতাবিরোধীদের দ্বারা দেশ পরিচালিত হওয়ায় প্রায় ৩০ বছরই মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলে নাই। এখন মুক্তিযুদ্ধের আদর্শের সরকার ক্ষমতায় থাকায় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে।’

মোজাম্মেল হক আরও বলেন, ‘আমরা যারা দেশ জয় করেছি, তারা জয়ের আনন্দে সব ভুলে গিয়েছি। অথচ পাকিস্তানের দোসররা পরাজয়ের গ্লানি ভুলে যাননি। তারা এখনও এ দেশেই আছেন। স্বাধীনতাবিরোধী আল বদর, আল শামস— এরা এখনও আমাদের মাঝে রয়ে গেছেন। এদের তালিকা করতে আমরা ব্যর্থ হয়ছি। তালিকা না করতে পারায় এরা আমাদের মাঝে মিশে গেছে।’

প্রজন্ম ‘৭১ এর সভাপতি শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, লেখক ও ব্লগার মারুফ রসুল প্রমুখ।

এএ