সাপ্তাহিক দর পতনের শীর্ষে ওয়ান ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৮ ১২:৩০:৫১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২১ দশমিক ৩১ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২৯১ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের দর কমেছে ৯ দশমিক ৯৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬২ লাখ ২৪ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের দর কমেছে ৯ দশমিক ৯২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডেল্টা স্পিনার্সের ৯.৮০ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৯.২৩ শতাংশ, এসকে ট্রিমসের ৮.৯৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৮.৯০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৮.৮৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮.০২ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ৭.৯১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস