রাজধানীর কাকরাইলে ৪৫০ ভরি সোনা চুরি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-১৮ ১৮:০০:৫২


রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের দু’টি স্বর্ণের দোকান থেকে ৪৫০ ভরি স্বর্ণ ও সাড়ে সাত লাখ টাকা চুরি হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকান দু’টি হলো- ‘বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স।’

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে দোকান বন্ধ করে চলে যান প্রতিষ্ঠানের কর্মীরা। সকালে এসে দোকান খুলে তারা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্য বিষয় সংগ্রহের চেষ্টা করছি। এই ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আলামত সংগ্রহ করেছে।’

মনিরুল ইসলাম আরও বলেন, ‘কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে, তা মালিকদের সংগে কথা বলে তালিকা করা হচ্ছে। মালিকরা এলে অভিযোগ দেওয়ার পরে মামলা নথিভুক্ত করা হবে।’

এএ