প্রাথমিকের ছুটিতে পরিবর্তন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৮ ১৮:১৭:১২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটিতে পরিবর্তন করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যিশু খ্রিস্ট্রের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশ বর্ষপঞ্জিতে উল্লিখিত ১৯ থেকে ২৯ ডিসেম্বর উল্লেখ করা হলেও সেটা পরিবর্তন করে ২৪ থেকে ২৯ ডিসেম্বর পরিবর্তন আনা হয়েছে। এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ, করোনার শুরুর পর ২০২০ সালের ১৭ মার্চ সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এর প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজে ক্লাস শুরু হয়।
এএ