মিয়ানমারের গহিন জঙ্গলে জান্তাবিরোধী যুদ্ধের প্রস্তুতি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৮ ২০:৩৮:২৭


মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ কারেনের গহিন জঙ্গলে গোপন ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন বিদ্রোহীরা। দেশটির সবচেয়ে পুরোনো সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সদস্যরা তাদের প্রশিক্ষণ দিচ্ছেন।

কীভাবে দ্রুততার সঙ্গে রাইফেলে গুলি ভরে তা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নিশানা করতে হয় কিংবা হাতে বানানো বোমার খুঁটি-নাটি জ্ঞান থেকে শুরু করে যুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাদের।

কারেনের জঙ্গলসহ দেশজুড়ে এ রকম বেশকিছু গোপন ক্যাম্পে বর্তমানে চলছে ক্ষমতাসীন জান্তার বিরুদ্ধে মিয়ানমারের গণতন্ত্রকামী বেসামরিক জনগণের যুদ্ধের প্রশিক্ষণ ও প্রস্তুতি।

কিন্তু সামরিক বাহিনীর অভ্যুত্থান সব বদলে দিয়েছে। ক্যাম্পে সামরিক প্রশিক্ষণে অংশ নিতে আসা তরুণ-তরুণীরা অভ্যুত্থানের পর বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন; কিন্তু যখন তারা দেখতে পান, নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে, সে সময়ই তাদের উপলব্ধি হয়- সামরিক প্রশিক্ষণ ছাড়া জান্তা বাহিনীকে টলানো যাবে না।

রয়টার্স তাদের ছবি এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে গত সেপ্টেম্বরে। জঙ্গলে প্রশিক্ষণ নেওয়া দল এবং দেশব্যাপী অন্যান্য বেসামরিক ডিফেন্স ফোর্স সম্পর্কে মন্তব্য চেয়ে সামরিক জান্তা সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কেউই মন্তব্য করতে রাজি হননি।

ক্যাম্পে প্রশিক্ষণে অংশ নিতে আসা সাবেক এক ফিটনেস ট্রেনার রয়টার্সকে বলেন, ‘হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।’

প্রশিক্ষণের এক আয়োজক বলেছেন, তাদের প্রশিক্ষণ দলে তরুণ বয়সী শতাধিক মানুষ যোগ দিয়েছেন এবং প্রতিদিনই নতুনরা আসছেন। তবে রয়টার্স নিরপেক্ষ সূত্রে এ বিষয়টি নিশ্চিত হতে পারেনি।

রয়টার্সের প্রতিবেদনে সন্ধ্যার এক সময়ের বিবরণ দিয়ে বলা হয়েছে, এ সময় প্রশিক্ষণ নিতে আসা যোদ্ধারা ক্যাম্প ফায়ারের চারপাশে বসে গিটার এবং বেহালা বাজিয়ে ফেলে আসা জীবনের স্মৃতি রোমন্থন করে।

সানবিডি/এনজে