চীনে ২ দশমিক ৩ শতাংশ কমেছে ইস্পাত উৎপাদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৯ ১৫:০২:০৭


চীনে অব্যাহতভাবে কমতির দিকে অপরিশোধিত ইস্পাত উৎপাদন।সর্বশেষ নভেম্বরে টানা ছয় মাসের মতো দেশটিতে ইস্পাত উৎপাদন কমেছে। অক্টোবরের তুলনায় শিল্প ধাতুটির উৎপাদন হ্রাস পেয়েছে ৩ দশমিক ২ শতাংশ। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, আশঙ্কাজনক হারে বাড়তে থাকা পরিবেশ দূষণ ঠেকাতে নানামুখী প্রয়াস চালাচ্ছে চীন। এরই অংশ হিসেবে অপরিশোধিত ইস্পাত উৎপাদন সীমিত করা হয়েছে। অন্যদিকে করোনার ধাক্কার পর অবকাঠামো নির্মাণ চাহিদা এখনো বাড়েনি। এটিও উৎপাদন কমে যাওয়ার পেছনে বড় ভূমিকা রাখছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক। নভেম্বরে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন দাঁড়িয়েছে ৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার টনে। অক্টোবরে উৎপাদন হয়েছিল ৭ কোটি ১৫ লাখ ৮০ হাজার টন। গত বছরের নভেম্বরের তুলনায় উৎপাদন কমেছে ২২ শতাংশ।

চলতি বছরের নভেম্বরে চীনের দৈনিক গড় অপরিশোধিত ইস্পাত উৎপাদন দাঁড়িয়েছে ২৩ লাখ ১০ হাজার টনে। অক্টোবরে দৈনিক গড় উৎপাদন ছিল ২৩ লাখ ৯ হাজার টন। অর্থাৎ দৈনিক উৎপাদন কিছুটা ঊর্ধ্বমুুখী ছিল।

গত বছরের প্রথম ১০ মাসে চীন অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের তুলনায় অনেকখানি কমিয়ে আনতে সক্ষম হয়েছিল। উদ্দেশ্য ছিল দূষণ রোধ করা। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে উৎপাদন কমেছে উল্লেখযোগ্য হারে। মূলত শীতকালীন অলিম্পিক সামনে রেখে বাতাসে দূষণের পরিমাণ হ্রাস করতে বেইজিং ইস্পাত উৎপাদনে লাগাম টেনে ধরে।

সানবিডি/এনজে