উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বেরিয়ে গেল রাশিয়া

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৯ ১৬:৪২:০৮


আনুষ্ঠানিকভাবে ওপেন স্কাই ট্রিটি থেকে বেরিয়ে গেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে এই চুক্তিসই হয় এবং ২০০২ সালে তা কার্যকর হয়।

এই চুক্তিতে রাশিয়া ছাড়াও সই করেছিল আমেরিকা, ইউরোপীয় দেশগুলো এবং কানাডা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শনিবার আনুষ্ঠানিকভাবে এ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। খবর এনএইচকের।

এ চুক্তির আওতায় সম্ভাব্য সামরিক অভিযানের বিষয় পর্যবেক্ষণের জন্য স্বল্পসময়ের নোটিশে এসব দেশ পরস্পরের ভূখণ্ডে বিমান পাঠানোর সুযোগ পায়।

মূলত রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে সামরিক উত্তেজনা কমানোর লক্ষ্যে এ চুক্তিসই করা হয়। কিন্তু ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ দিকে এ চুক্তি থেকে আমেরিকাকে বের করে নেন। এর পর রাশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে গেল এবং এ জন্য ওয়াশিংটনকে সম্পূর্ণভাবে দায়ী করেছে।

বিবৃতিতে রাশিয়া বলেছে— আমেরিকার মিত্র দেশগুলো রাশিয়ার ওপর গোয়েন্দা বিমান পরিচালনা করার পর প্রাপ্ততথ্য ওয়াশিংটনকে দেবে না বলে নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ার পর এ চুক্তি থেকে বেরিয়ে গেল।

সানবিডি/এনজে