ভারতের ৪৩ জেলেকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌসেনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৯ ১৮:৪৭:৫৪


ভারতের তামিলনাড়ু রাজ্যের ৪৩ জন জেলেকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌ সেনা। সেই সঙ্গে ৬টি নৌকা বাজেয়াপ্ত করেছে দ্বীপরাষ্ট্রটির নৌ সেনা কর্মীরা।

আজ রবিবার রামেশ্বরমের কর্মকর্তারা এই খবর জানিয়েছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়- গ্রেপ্তারকৃত জেলেদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে তামিলনাড়ুর মৎস্যজীবীদের সংগঠন। সংগঠনটি জানিয়েছে, তাদের মুক্তি না দিলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য হরতালে যাবেন মৎস্যজীবীরা।

মৎস্য দপ্তর জানিয়েছে, জেলেরা শনিবার (১৮ ডিসেম্বর) উপকূল থেকে রওয়ানা দেন গভীর সমুদ্রে। বঙ্গোপসাগরে ৫০০টি নৌকা নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন। কাটচাটভালু দ্বীপের কাছে তারা মাছ ধরছিলেন।

ওই সময় ৪৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং ছয়টি নৌকা আটক করা হয়। গ্রেপ্তারের পর জেলেদের কাঙ্গেসান্থুরাই শিবিরে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, এই ঘটনায় রামনাথপুরমের সাংসদ কে নাভাস কানি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং আবেদন করেন যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে জেলেদের মুক্তির জন্য পদক্ষেপ নেয় ভারত সরকার।

সানবিডি/এনজে