কুমিল্লায় ডা. মুরাদের নামে মামলা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৯ ১৯:০৭:৪৪


তারেক জিয়ার মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ,নারীবিদ্বেষী এবং মর্যাদাহানিকর ভাষা ব্যবহারের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে কুমিল্লায় মামলা করা হয়েছে। মামলার অপর আসামি মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল।

‍আজ রোববার (১৯ ডিসেম্বর) কুমিল্লার ১নং আমলি আদালতে এ মামলাটি করেন। জেলা শহরের বিএনপির সাবেক সভাপতি  অ্যাডভোকেট আতিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

মামলার বাদী অ্যাডভোকেট আতিকুল ইসলাম বলেন, নাহিদ ডা. মুরাদ হাসানের সাক্ষাৎকার গ্রহণ করেন, যা পরবর্তী সময়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেন।

ওই অনুষ্ঠানে উদ্দেশ্যমূলকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ডা. মুরাদ। আমরা মনে করি, এটি শুধু জাইমার জন্য সম্মানহানিকর নয়, এটা পুরো নারী সমাজের জন্য অপমানজনক। তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে মামলাটি করি। বিষয়টি ১নং আমলি আদালতের বিচারক মাজহারুল ইসলাম আমলে নিয়ে মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন, যা পরবর্তীতে শুনানি হবে বলে জানান তিনি।

সানবিডি/এনজে