বারাকা পতেঙ্গার ১২.৫০% লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১২-১৯ ২১:৫৫:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি বিদুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানা এর সঞ্চালনায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্যে বারাকা পতেঙ্গা লিমিটেডের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, বারাকা পতেঙ্গা এবছর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এবং আইপিও এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করেছে। এছাড়া কোম্পানি এই অর্থবছরে ৫১% সাবসিডিয়ারি হিসেবে বারাকা সিকিউরিটিজ নামে লিমিটেড নামে নতুন একটি ব্রোকারেজ হাউজ গঠন করেছে।
ভবিষ্যতে বারাকা পতেঙ্গা অন্যান্য লাভজনক খাতে বিনিয়োগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম কে শাফি কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি উল্লেখ করেন, বিগত ২০২০-২০২১ অর্থবছরে বারাকা পতেঙ্গা এর সম্মিলিত মুনাফা ছিল ৬৪.৩১ কোটি টাকা। কোম্পানির সম্মিলিত শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৬.৪৭ টাকা এবং ৩০শে জুন ২০২১ এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ হয়েছে ২৮.৪৮ টাকা।
সাধারণ সভায় ১২.৫০% নগদ লভ্যাংশ ও অন্যান্য সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের ভোটের ভিত্তিতে অনুমোদিত হয়।
এএ