পশ্চিমতীর থেকে ৬ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইলিরা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২০ ১৫:২৯:৫৫


অধিকৃত পশ্চিমতীরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গত সপ্তাহে বন্দুক হামলায় এক ইসরাইলি নিহত হওয়ার ঘটনায় গত রোববার ভোরে ইহুদিরা ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালায়।

এ সময় ইসরাইলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার পশ্চিমতীরে একটি অবৈধ ইহুদি স্থাপনার কাছে বন্দুকধারীর গুলিতে ডিমেন্টম্যান নামে এক ইহুদি নিহত হন।

তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে গাড়িতে থাকা অপর দুই ব্যক্তি সামান্য আহত হন। এ ঘটনায় ফিলিস্তিনি ও ইসরাইলি বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

শুক্রবার ভোর থেকে উত্তরের শহর নাবলুসের কাছে ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল ফিলিস্তিনি কয়েকটি গ্রামের বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করে। তারা দুই ফিলিস্তিনিকে পিটিয়ে আহত করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

পরে রোববার সকালে আবারও ইসরাইলি সেনাবাহিনীর ছত্রছায়ায় হামলা হয় ফিলিস্তিনিদের ওপর। তারা জেনিন শহরের সিলাত আল-হারিথিয়া এলাকা থেকে ৬ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে।

সানবিডি/ এন/আই