দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২০ ১৬:২২:০৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৬৯ বারে ১৭ লাখ ৫০ হাজার ৬৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৫৮ বারে ৬ লাখ ৫৫ হাজার ৩৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৪২ বারে ৫ লাখ ২৫ হাজার ৮৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সাভার রিফ্রাক্টরিজের ৫.০৪ শতাংশ, ফাইন ফুডসের ৫.০২ শতাংশ, একটিভ ফাইনের ৫ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৪.২৫ শতাংশ, সুহৃদের ৪.২৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৪.২১ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর ৪.১৬ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস