ডায়াবেটিস রোগীদের জন্য ‘হিউমুলিন কুইকপেন’ দেশের বাজারে আসছে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১২-২০ ১৬:৪১:৪১
ইন্টারন্যাশনাল এজেন্সিস (বাংলাদেশ) লিমিটেড (আইএবিএল) এবং ইলাই লিলি অ্যান্ড কোম্পানি বাংলাদেশে ডিসপোসেবল পেন ডিভাইস হিউমুলিন কুইকপেন (হিউম্যান ইনসুলিন) বাজারজাত করার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) এর প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, “ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে শর্করার নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। বাংলাদেশে এটি ডায়াবেটিস চিকিৎসার সফলতা প্রাপ্তির ক্ষেত্রে বাধা হিসাবে কাজ করে। ডায়াবেটিস চিকিৎসা সম্পর্কিত এই সমস্যা গুলো নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবী যা সঠিক মাত্রা, রোগীর সুবিধা এবং মান সম্মত ইনসুলিন চিকিৎসার মাধ্যমে ইনসুলিন প্রাপ্তির সমঅধিকার নিশ্চিত হবে”।
হিউমুলিন কুইক পেন বাংলাদেশে বিপণন ও বাজারজাত করবে ইন্টারন্যাশনাল এজেন্সিস (বাংলাদেশ) লিমিটেড, যা একটি শীর্ষস্থানীয় লাইফ সাইন্স সংস্থা যা নতুন নতুন ওষুধের বাজারজাত করন এবং মানসম্পন্ন ওষুধের বিপণন, রোগীর সুবিধা এবং সম্মতিতে বিশ্বাস করে।
ইন্টারন্যাশনাল এজেন্সিস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিঃ স্বপন কুমার মোদক বলেন, “হিউমুলিন কুইক পেন চালুর মাধ্যমে ডায়াবেটিস ব্যবস্থাপনায় নতুন পথ খুলে দেবে এবং স্বাস্থ্য সেবার সাথে যুক্ত সকল পেশাজীবীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি নতুন মাত্রা প্রদান করবে” ।
ইলাই লিলি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এবং আঞ্চলিক প্রধান লুকা ভিসিনি জানিয়েছেন “ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা বাংলাদেশ তথা সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বোঝা এবং চ্যালেঞ্জিং একটি বিষয়”।
তিনি বলেন, “ইলাই লিলি অ্যান্ড কোম্পানী বিশ্বব্যাপী ১৯২৩ সাল থেকে ডায়াবেটিস খাতে নেতৃত্ব দিয়ে আসছে। হিউমুলিন কুইক পেন বাংলাদেশে ডায়াবেটিস পোর্টফোলিও তে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আমাদের এই যাত্রায় আরেকটি গুরুত্ব পূর্ণ পদক্ষেপ হল আরও বেশি সংখ্যক ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের বিভিন্ন উদ্ভাবনী চিকিৎসা প্রদানের মাধ্যমে সাহায্য করা”।
হিউমুলিন কুইক পেন একটি প্রেসক্রিপশন ড্রাগ যা শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকদের পরামর্শে নেওয়া উচিত। প্রেসক্রাইবিং তথ্যের জন্য, অনুগ্রহ করে আপনার মনোনীত নিবন্ধিত চিকিৎসক বা স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে কথা বলুন।
এএ