ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ৮৫ কোটি টাকা
প্রকাশ: ২০১৬-০২-০৮ ১৩:৩৭:৫৯
দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে প্রথম ঘণ্টায় ৮৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপরবাজার সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টি কোম্পানির শেয়ারের। আর দর কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৫ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
সানবিডি/ঢাকা/আহো