ভুট্টা ও গম রফতানি সীমিত করার ঘোষণা আর্জেন্টিনার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১২-২১ ১৪:৪৬:৫৫


২০২১-২২ মৌসুমে আর্জেন্টিনা সরকার দেশটিতে ভুট্টা ও গম রফতানি সীমিত করার ঘোষণা দিয়েছে। উদ্দেশ্য স্থানীয় বাজারে খাদ্যশস্যের তীব্র সংকট মোকাবেলা করা। খবর নাসডাক ও রয়টার্স।

এ ব্যাপারে সংশ্লিষ্টরা জানান, আর্জেন্টিনা বর্তমানে উচ্চমাত্রার মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে। দেশটিতে বেশির ভাগ খাদ্যপণ্যের দামই লাগামহীন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশটির সরকার স্থানীয় বাজারে খাদ্যশস্য সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এ কারণেই গম ও ভুট্টা রফতানির যে লক্ষ্যমাত্রা ছিল তা কমিয়ে আনা হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ভুট্টা রফতানিকারক। একই সঙ্গে অন্যতম গম সরবরাহকারীও। আর্জেন্টিনার সরকারি তথ্যানুযায়ী, চলতি মৌসুমে ভুট্টা রফতানির লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ কোটি ১৬ লাখ টন নির্ধারণ করা হয়েছে। গম রফতানি লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১২ লাখ টনে। মৌসুমের এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ টন ভুট্টা এবং ৯১ লাখ টন গম রফতানি করা হয়েছে।

সানবিডি/এনজে