২৫ ডিসেম্বর ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২১ ১৭:৫৯:১৬
দীর্ঘ একুশ মাস পর আগামী ২৫ ডিসেম্বর থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিলেটের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিজি২০৭ ফ্লাইট ছাড়বে। দুপুর ১টা ১০ মিনিটে সেটি সিলেট পৌঁছাবে। এরপর সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা করবে দুপুর সোয়া ২টায়। ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ৮টায়।
ফিরতি ফ্লাইট বিজি২০৮ ম্যানচেস্টার থেকে ২৬ ডিসেম্বর স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন দুপুর ১২টায়। সিলেট থেকে দুপুর ১টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে দুপুর পৌনে ২টায়। এই রুটে বিমানের বোয়িং৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করা হবে। আগামী বছরের ২৫ মার্চ পর্যন্ত এই রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। বিমানের বিপণন কেন্দ্র বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করা যাবে।
সানবিডি/এনজে