সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহবুব ও এমডি জাফর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২১ ২১:০০:১৭
বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. মাহবুব-উল-আলম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হলেন জাফর আলম। আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মাহবুব-উল-আলম ২১ ডিসেম্বর ২০২১ সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন জাফর আলম। তিনি ইতোপূর্বে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩০ বছরের পেশাগত জীবনে তিনি রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ছয়টি শাখার ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী ব্যাংকের মানবসম্পদ উইংয়ের প্রধান এবং ব্যাংকের প্রথম চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) ছিলেন।
সানবিডি/এনজে