এসআইবিএলের নতুন এএমডি হলেন আবু রেজা ইয়াহিয়া
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১২-২২ ২৩:০৭:০৪
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন আবু রেজা মোঃ ইয়াহিয়া। সম্প্রতি তিনি এই পদে যোগ দিয়েছেন বলে বুধবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংক সূত্র মতে, এর আগে তিনি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আবু রেজা ইয়াহিয়া ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ৩২ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের কোম্পানি সচিব, ইন্টারনাল কন্ট্রোল, ইনভেস্টমেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং এবং আইন বিভাগের প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ব্যাংকের ক্যামেলকো হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এবং বাংলাদেশ আইন সমিতির আজীবন সদস্য তিনি। আবু রেজা ইয়াহিয়া ব্যাংকিং ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত সমসামসযিক বিষয়ে কলাম লেখেন। । ইতোমধ্যে তার পাঁচটি বই প্রকাশিত হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর