১৭ মাসের সর্বোচ্চে সৌদির জ্বালানি তেল রফতানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৩ ১৪:১৮:৪৬
চলতি বছরের অক্টোবরে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ১৭ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। ঊর্ধ্বমুখী চাহিদা ও উত্তোলন রফতানি বাড়াতে সহায়তা করেছে। জয়েন্ট অর্গানাইজেশনস ডাটা ইনেশিয়েটিভ (জোডি) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল রফতানি দৈনিক ৩ লাখ ১৭ হাজার ব্যারেল করে বেড়েছে। মোট দৈনিক রফতানি দাঁড়িয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ব্যারেলে। সেপ্টেম্বরে রফতানি করা হয়েছিল দৈনিক ৬৫ লাখ ২০ হাজার ব্যারেল। সে হিসাবে রফতানি ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে এক বছরের ব্যবধানে রফতানির হার বেড়েছে ১০ দশমিক ৯ শতাংশ।
অক্টোবরে অপরিশোধিত জ্বালানি উত্তোলনও বাড়ে। এ সময় বিশ্বের শীর্ষ সরবরাহকারী দেশটি দৈনিক ৯৭ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। সেপ্টেম্বরে উত্তোলনের পরিমাণ ছিল দৈনিক ৯৬ লাখ ৬০ হাজার ব্যারেল। এক বছরের ব্যবধানে উত্তোলন বেড়েছে ৯ শতাংশ।
সানবিডি/এনজে