সাবেক এমডির মৃত্যুতে ডিএসইর পর্ষদের শোক

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-২৩ ২০:১৪:২৮


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা, এফসিএমএ গতকাল ২২ ডিসেম্বর বেলা সাড়ে বারটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া-বন্ধ হয়ে পরোলোক গমন করেন৷ মূত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর৷

ড. স্বপন কুমার বালা, ২০১৩ সালের ১৫ এপ্রিল তিন বছরের জন্য ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন৷ পরবর্তীতে ডিএসই ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জে রূপান্তরিত হলে তিনি ১৪ ফেব্রুয়ারি ২০১৪ সালে ডিএসই’র প্রথম ব্যবস্থাপনা পরিচালক হন৷ অত্যন্ত সফলতার সাথে তিন বছর দায়িত্ব পালন করে ১২ এপ্রিল ২০১৬ তারিখে তিনি ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার মেয়াদ শেষ করেন৷

পরবর্তীতে তিনি ১৯ এপ্রিল ২০১৬ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন৷

ড. স্বপন কুমার বালার অকাল মৃত্যুতে আজ (২৩ ডিসেম্বর ২০২১) ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভায় এক শোক প্রস্তাব গৃহীত হয়৷ শোক প্রস্তাবে ডিএসই পরিচালনা পর্ষদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তার আত্মার শান্তি কামনা করেন৷

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর