ইসরাইল ইরানে হামলা চালালে বসে থাকবে না হিজবুল্লাহ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১২-২৩ ২১:০৭:৫৯
দখলদার ইসরাইলের নতুন বিমানবাহিনীর প্রধান জানিয়েছেন, ‘আগামীকালের’ মধ্যেই ইরানের পরমাণু স্থাপনায় তাদের হামলা চালানোর সক্ষমতা আছে।
মেজর জেনারেল টোমার বার ২০২২ সালের এপ্রিল থেকে ইসরাইলের বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রয়োজন হলে আগামীকালের মধ্যেই ইসরাইল ইরানের পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালাতে পারবে। আমাকে ধরে নিতে হবে এটা আমার সময়ে ঘটবে, এবং আমার কাঁধ ইতোমধ্যেই দায়িত্বের ওজন বুঝতে পেরেছে।
ইসরাইলের আগামী দিনের এই বিমান বাহিনী প্রধান জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ইসরাইল সফলভাবে ধ্বংস করে দিতে পারবে।
তবে ইসরাইল তেহরানে হামলা চালালে ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ বসে থাকবে না সেটাও ভালো করে জানেন টোমার বার। খোলাখুলিভাবে তিনি সেই কথাও বলেছেন।
টোমার বার বিশ্বাস করেন, তার দেশ ইরানে হামলা চালালে তেহরান সমর্থিত শিয়া মিলিশিয়া হিজবুল্লাহ তেল আবিবে আক্রমণ করবে।
সানবিডি/এনজে