আকরাম খানের জায়গায় জালাল ইউনুস
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৪ ২১:০৬:২৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে ব্যাপক রদবদল করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার মিরপুরে বিসিবি অফিসে বোর্ড মিটিং শেষে এমনটি জানান তিনি।
বোর্ড সভায় সিদ্ধান্ত হয় এখন থেকে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পালন করবেন জালাল ইউনুস। এতদিন তিনি মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক ও শারীরিক কারণে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব ছেড়ে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি এখন থেকে ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন করে যারা বিভিন্ন কমিটির চেয়ারম্যান হলেন:
মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর টিটো, ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস।
গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা।
হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান আকরাম খান।
টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম।
বাংলা টাইগার্সের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ।
ফ্যাসাটিলিটজ কমিটির চেয়ারম্যান আকরাম খান।
স্কুল ক্রিকেটের চেয়ারম্যান ওবায়েদ নিজাম, ভাইস চেয়ারম্যান টিটো।
এএ