ভোমরায় ৫০ শতাংশ কমেছে শুকনো হলুদ আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৬ ১৪:১৯:৪২
দেশের বাজারে চাহিদা কম থাকায় ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি কমেছে। গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে মসলাপণ্যটির আমদানি কমেছে প্রায় ৫০ শতাংশ। অন্যদিকে আমদানি কমলেও জেলায় হলুদ উৎপাদন বেড়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-অক্টবর পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি হয়েছে ৫ হাজার ৮৭৪ টন। এসব হলুদের মূল্য ৬৬ কোটি ৫৭ লাখ টাকা। আমদানি থেকে সরকারের রাজস্ব আয় এসেছে ৩ কোটি ৩৩ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে শুকনো হলুদ আমদানি হয়েছিল ১১ হাজার ৬৮১ টন, যার মূল্য ছিল ১৩২ কোটি ৩৮ লাখ টাকা। আমদানীকৃত হলুদ থেকে রাজস্ব আয় হয়েছিল ৬ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে আমদানি প্রায় ৫০ শতাংশ এবং রাজস্ব ৩ কোটি টাকার মতো কমেছে।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন বলেন, হলুদ আমদানি করে বছরে উল্লেখযোগ্য হারে সরকারের রাজস্ব আয় হয়। কিন্তু চলতি অর্থবছর শুকনো হলুদ আমদানি কমে যাওয়ায় রাজস্ব আয় কমেছে।
সানবিডি/এনজে