দর পতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৬ ১৫:৪৯:১০


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স রিফাইনারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৫ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৭৭১ বারে ৪৪ হাজার ৬৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৫১ বারে ৫ লাখ ৯২ হাজার ৭১৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এপোলো ইস্পাতের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩২  বারে ৩০ লাখ ৬৭ হাজার ১২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- স্টাইলক্রাফটের ৬.৬৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.১৩ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৬.০৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.৯৫ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৫.৯৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫.৭৮ শতাংশ এবং এডিএন টেলিকমের শেয়ার দর ৫.৭৬ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস