টাকার জন্য ভাইকে কোপালো ভাই!!

প্রকাশ: ২০১৬-০২-০৮ ২১:১৫:৩০


Jahangirদাবিকৃত টাকা না দেয়ায় বড় ভাই ও ভাইপো ছোট ভাই মোঃ জাহাঙ্গীর সরদার (৩৮) কে কুপিয়ে জখম করেছে। তাকে গুরুত্বর অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনা ঘটেছে রবিবার রাতে খুলনার ফুলতলার দামোদর গ্রামস্থ বামন পাড়ায়। তিনি ঐ এলাকার আবুল কাশেম সরদার (বড়) এর কনিষ্ঠ পুত্র। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, জাহাঙ্গীর সরদার সম্প্রতি মালায়েশিয়া থেকে দেশে ফেরার পর বিভিন্ন সময়ে বড় ভাই (সৎ ভাই) আঃ সবুর সরদার ও তার পরিবার ব্যবসার জন্য কিছু টাকা চাইলে তাকে ৫০ হাজার টাকা দেয়া হয়।

পরবর্তীতে গত ১ ফেব্রুয়ারী ফের ১ লাখ টাকা দাবি করে। এ পর্যায়ে ১০ হাজার টাকা দেয়া হলে বাকী ৯০ হাজার টাকা প্রদানে ১ সপ্তাহ সময় বেধে দেয়া হয়।

সে অনুযায়ী সবুর সরদার ও তার পুত্র ফয়সাল সরদার রোববার সন্ধ্যায় জাহাঙ্গীরের কাছে বাকী টাকা দাবি করলে তিনি (জাহাঙ্গীর) অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সবুর সরদার, পুত্র ফয়সাল এবং নাহিদসহ অপর ২ ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে।

এক পর্যায়ে তিনি সংজ্ঞা হারিয়ে পড়ে গেলে আসামীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে জাহাঙ্গীরের স্ত্রী শাহানারা পারভিন খুশি বাদী হয়ে সবুর সরদার, পুত্র ফয়সাল সরদার, নাহিদসহ অজ্ঞাত আরো ২ব্যক্তিকে আসামী করে থানায় অভিযোগ করেন।

সানবিডি/ঢাকা/রাআ