মেঘনা ব্যাংকের বন্ড অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১২-২৬ ১৮:৪০:০৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মেঘনা ব্যাংকের বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (২৬ ডিসেম্বর) বিএসইসির ৮০৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  মেঘনা ব্যাংক ২০০ কোটি টাকার ননকনভার্টেবল, ফুল্লি রিডমেবল, কুপন বেয়ারিং, সাব অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে বিএসইসি। বন্ডটির ২০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭% (ফ্লোর) ও ৯% (সাইলিং) যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে মেঘনা ব্যাংকের এডিশনাল টায়ার-II মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস