নিতাইগঞ্জে কেজিতে ৪-১০ টাকা বেড়েছে ডালের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৭ ১৪:০৮:১২
দেশের বৃহত্তম পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের ডাল। ১৫ দিনের ব্যবধানে পণ্যটির কেজিপ্রতি দাম বেড়েছে ৪-১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বাজারে ভারতের দিল্লি সুপার ডাল বিক্রি হচ্ছে ১১৮ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগেও বেচাকেনা হয়েছে ১০৮-১০৯ টাকা দরে। সে হিসাবে দিল্লি সুপার ডালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। দেশী মসুর ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ১০২ টাকা কেজি দরে। ১০ দিন আগেও একই ডাল বাজারে বিক্রি হয়েছে ৯৬-৯৭ টাকায়। সে হিসাবে দেশী মসুর ডালের দাম কেজিপ্রতি বেড়েছে ৬ টাকা। বোল্ডার মসুর ডাল বিক্রি হচ্ছে ৮৭ টাকা কেজি দরে। একই ডাল ১০-১২ দিন আগেও বেচাকেনা হয়েছিল ৭৮-৮০ টাকা দরে। সে হিসাবে বোল্ডার ডালের দাম বেড়েছে কেজিপ্রতি ৮ টাকা। বোল্ডার আস্তা ডাল বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। একই ডাল এক সপ্তাহ আগেও বেচকেনা হয়েছে ৬৫-৬৬ টাকা দরে। সে হিসাবে বোল্ডার আস্তা ডালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ টাকা।
এদিকে খেসারি ডাল বাজারে বেচাকেনা হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকায়। এক সপ্তাহ আগেও একই ডাল বাজারে বেচাকেনা হয়েছে ৫৫ টাকা কেজি দরে। সে হিসাবে খেসারি ডালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ টাকা। বুটের ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ৬৭ টাকা কেজি দরে। একই ডাল ৮-১০ দিন আগেও বেচাকেনা হয়েছিল ৬০-৬২ টাকা দরে। সে হিসাবে বুটের ডালের দাম কেজিপ্রতি বেড়েছে ৮ টাকা।
সানবিডি/এনজে