হিলিতে প্রতি কেজি পেঁয়াজ ২৪ টাকা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৮ ১৪:১৩:২০
ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।পাশাপাশি বাজারে এসেছে দেশীয় পেঁয়াজ। ফলে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বেড়েছে। এ কারণে স্থলবন্দরে পেঁয়াজের দাম কমে ২৪ টাকায় নেমে এসেছে।
এ বিষয়ে বন্দরসংশ্লিষ্টরা জানান, চারদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে ২ টাকা। চারদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৬-২৭ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে প্রকারভেদে ২৪-২৭ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় মসলাপণ্যটির দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মধ্যে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত সপ্তাহে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে সাত ট্রাকে নেমেছিল। কিন্তু দুদিন বন্ধের পর রোববার বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হওয়ায় একদিনেই বন্দর দিয়ে ২৯ ট্রাকে ৭৮৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকালও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল।
সানবিডি/এনজে