কক্সবাজারে ছাত্রী ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-২৮ ১৬:১৪:৩৭
কক্সবাজারের পর্যটন এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে উত্তর নুনিয়ারছড়ার মোহাম্মদ আশিক ও মো. কামরুল এবং মমস্ গেস্ট হাউজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশের পৃথক দল।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আশিককে চট্টগ্রামের আনোয়ারা থেকে র্যাব ও অপর দু‘জনকে শহর এলাকা থেকে গ্র্রেফতার করেছে পুলিশ। এজহার ভুক্ত অন্য দুই আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
দু’দিন জিম্মি করে ধর্ষণের অভিযোগ এনে গত ১৮ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় পাঁচ জনের নামে এজহার দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা।
কক্সবাজার র্যাব-১৫-এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, এজহারে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর সন্ধ্যায় পরীক্ষার ফল জেনে বাড়ি ফেরার পথে আশিক-এর নেতৃত্বে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এরপর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন মমস্ আবাসিক হোটেলে জিম্মি করে ধর্ষণ করা হয়।
তিনি জানান, ১৫ ডিসেম্বর রাতে ওই ছাত্রীকে গাড়িতে করে বাড়ির সামনে ফেলে যাওয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়েছে ওই ছাত্রীকে।
সম্প্রতি কক্সবাজারে একটি হোটেলে স্বামী-সন্তানকে জিম্মি করে নারী পর্যটককে ধর্ষণের অভিযোগে আশিকুল ইসলাম আশিক নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এএ