ওমিক্রন: দিল্লিতে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৮ ১৮:০৯:৫৮


মহামারির ঝুঁকি আরেক দফা বাড়িয়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এই ভ্যারিয়েন্টের উল্লম্ফন দেখা গেছে ভারতেও; দেশটির রাজধানী নয়াদিল্লিতে দুই সপ্তাহ আগের তুলনায় সংক্রমণ ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় রাত্রিকালীন কারফিউ-সহ নতুন করে বেশকিছু বিধি-নিষেধ জারি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে নতুন বিধি-নিষেধের ঘোষণা দিল্লির রাজ্য সরকার। বুধবার থেকেই নতুন এই নির্দেশিকা কার্যকর হবে৷

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, বুধবার থেকেই স্কুল,কলেজ, কোচিং সেন্টার, সিনেমা হল, মাল্টিপ্লেক্স ছাড়াও জিম, স্পা বন্ধ করে দেয়া হচ্ছে৷ পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে বাস এবং মেট্রো চলাচলের অনুমতি দেয়া হয়েছে৷ অটো, ই রিক্সা তে দু’ জন যাত্রী উঠতে পারবেন৷ হোটেল রেস্তোরাঁগুলোকেও পঞ্চাশ শতাংশ আসন নিয়ে খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে৷ পানশালার ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে৷ সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত হোটেল, রেস্তোরাঁ খুলে রাখা যাবে৷ পানশালা খুলবে বেলা বারোটা থেকে৷ শপিং মলগুলো এক দিন অন্তর খোলা যাবে৷ জরুরি পরিষেবা ব্যতীত অন্য দোকানগুলোকেও একই নিয়ম মানতে হবে৷

সব ধরনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা বিনোদনমূলক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম বন্ধ থাকছে রাজধানীতে৷ বিয়ের অনুষ্ঠানের ভিড় এড়াতে বিয়ে বাড়ি ভাড়া দেয়ার জন্য ম্যারেজ হলগুলো বন্ধ রাখা হচ্ছে৷ একই কারণে হোটেল খোলা থাকলেও বন্ধ রাখতে হবে ব্যাঙ্কোয়েট হল৷ বেসরকারি অফিসগুলোকেও পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলে রাখার অনুমতি দেয়া হয়েছে৷ তবে বিউটি পার্লার এবং সেলুন খোলা থাকবে৷ খোলা থাকছে পার্কও৷

দিল্লি সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য দাবি করেছেন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও অক্সিজেন বা ভেন্টিলেটরের চাহিদা বাড়েনি দিল্লিতে৷ দিল্লির মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘পরিস্থিতি মোকাবিলায় আমরা আগের তুলনায় দশগুণ প্রস্তুত৷’

সূত্র : নিউজ ১৮

এএ