১ লাখ টন কয়লার সন্ধান বড়পুকুরিয়ায়, বিদ্যুৎকেন্দ্রে সুখবর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৮ ১৯:১৪:০২


দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র কয়লার অভাবে বন্ধ হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিলে তা আপাতত কেটে গেছে।কারণ খনিতে আরও কয়লার মজুতের সন্ধান মিলেছে। যার পরিমাণ অন্তত ১ লাখ টন। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিমাণ কয়লা দিয়ে অন্তত পাঁচ বছরের বেশি সময় উৎপাদন ধরে রাখা যাবে।

এ বিষয়ে বাংলাদেশ কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) দেওয়া তথ্য মতে, যে পরিমাণ মজুত বর্তমানে দেখা যাচ্ছে, তাতে আগামী পাঁচ থেকে ছয় বছর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে কয়লা সরবরাহ করা যাবে।

বিসিএমসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, খনির ১৩২০ ফেইসে তিন লাখ টন কয়লা মজুত থাকার কথা থাকলেও আরও এক লাখ টন কয়লা রয়েছে বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের সমীক্ষায় উঠে এসেছে।

এ প্রসঙ্গে বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান খান বলেছেন, কয়লা উত্তোলনকারী চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী খনিতে আরও এক লাখ টন কয়লা মজুত রয়েছে। এতে বিদ্যুৎকেন্দ্রটি আরও দীর্ঘ সময় পরিচালনা করা যাবে।

সম্প্রতি বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে কয়লা থাকার বিষয়টি জানানো হয়। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, কয়লার সন্ধান পাওয়া বিদ্যুৎকেন্দ্রটির জন্য অনেক বড় সুখবর। এখন থেকে কেন্দ্রটি তার পুরো সক্ষমতা কাজে লাগাতে পারবে। ফলে উত্তরাঞ্চলের বিদ্যুৎ ঘাটতির সমস্যাও নিরসন হবে।

সানবিডি/এনজে