জানুয়ারিতে পুতিন-বাইডেন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৯ ১১:৫৯:৩৫


ইউরোপের নিরাপত্তাসংক্রান্ত বিষয় ও ইউক্রেন সমস্যা নিয়ে জানুয়ারিতে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈঠকে পরমাণু শক্তি নিয়ন্ত্রণের বিষয়েও দুই রাষ্ট্রের মধ্যে বিশদ আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর বিজনেস স্টেন ডার্ডের।

তবে বিষয়টি নিয়ে এখনই সেভাবে মুখ খুলছে না ওয়াশিংটন। যদিও সোমবার বলা হয়েছিল— বৈঠকটি ১০ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সারগেই র্যাবকোভ তারিখটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ১০ তারিখ জেনেভাতেই মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা— আমেরিকার জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে ১২ জানুয়ারি বৈঠকে বসবেন ন্যাটো ও মস্কোর প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত জুনে জেনেভাতেই শেষবার মুখোমুখি হয়েছিলেন জো বাইডেন এবং ভ্লাদিমির পুতিন।

সানবিডি/ এন/আই