২১ দশমিক ৬ শতাংশ বেড়েছে ভারতের হীরা রফতানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৯ ১৪:১০:০১


চলতি ২০২১ বছরের আট মাসে ভারতের হীরা রফতানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে।সর্বশেষ নভেম্বরেও মূল্যবান ধাতুটির রফতানি ছিল ঊর্ধ্বমুখী। মূলত দেশটির অর্থনীতি মহামারীর সংকট কাটিয়ে উঠতে শুরু করায় এমন প্রবৃদ্ধি দেখা দিয়েছে। তবে ধাতুটির রফতানি বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। ভারতের ইনস্টোর ম্যাগাজিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রফতানিপ্রবাহে উদ্বেগ তৈরি করতে পারে। তবে এ প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারলে রফতানি রেকর্ড গড়া সম্ভব। এদিকে পরিশোধিত হীরা রফতানি বাড়লেও কমেছে স্বর্ণালংকার রফতানি। যদিও সব ধরনের মূল্যবান রত্ন ও অলংকার রফতানিতে প্রবৃদ্ধি এসেছে।

তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল-নভেম্বর পর্যন্ত আট মাসে ভারত ১ হাজার ৬২০ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ডলারের পরিশোধিত হীরা রফতানি করে। ২০১৯ সালের একই সময়ের তুলনায় রফতানি ২১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি থেকে সবচেয়ে বেশি হীরা কিনেছে যুক্তরাষ্ট্র।

এদিকে সর্বশেষ নভেম্বরে দেশটি ১৩০ কোটি ২৭ লাখ ৮০ হাজার ডলারের পরিশোধিত হীরা রফতানি করে। ২০১৯ সালের একই মাসের তুলনায় রফতানি ১১ দশমিক ৪২ শতাংশ বেড়েছে। ২০২০ সালে কভিড-১৯ জনিত সংকটের কারণে ধাতুটিতে রফতানিতে স্থবিরতা নেমে আসে। তাই ওই সময়ের রফতানির পরিমাণ উল্লেখ করা হয়নি।

সানবিডি/এনজে