পুলিশের বিশেষ অভিযানে বন্ধ হল হংকংয়ের গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৯ ১৭:২০:৫৬


হংকংয়ের গণতন্ত্রপন্থী একটি গণমাধ্যমে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান সাত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবারের ওই অভিযানের পর স্ট্যান্ড নিউজ নামে ওই গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়। ওই গণমাধ্যমের সম্পাদক (ভারপ্রাপ্ত এডিটর ইন চিফ) পদত্যাগ করেন এবং সিব কর্মীকে ছাঁটাই করা হয় বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

স্ট্যান্ড নিউজ ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, ভারপ্রাপ্ত এডিটর ইন চিফ প্যাট্রিক ল্যাম পদত্যাগ করেছেন এবং প্রতিষ্ঠানের সব কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে স্ট্যান্ড নিউজের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর পর থেকে ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যান্ড নিউজ থেকে কোনো বিষয় আপডেট করা হবে না।

স্ট্যান্ড নিউজের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও শিগগিরই বন্ধ করে দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

পাঠকদের ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ২০১৪ সালের ডিসেম্বরে ‘হংকংকের পক্ষে’ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ড নিউজ যাত্রা শুরু করে।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, স্ট্যান্ড নিউজ সম্পাদকীয়ভাবে স্বাধীন ছিল এবং গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা, আইনের শাসন এবং ন্যায়বিচারের মতো হংকংয়ের প্রধান মূল্যবোধগুলোকে রক্ষা করার জন্য নিবেদিত ছিল বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এএফপির এক প্রতিবেদক স্ট্যান্ড নিউজের ভারপ্রাপ্ত এডিটর ইন চিফ প্যাট্রিক ল্যামকে হাতকড়া পরা অবস্থায় নিয়ে যেতে দেখেছেন। স্থানীয় সময় বুধবার সকালে পুলিশকে গণমাধ্যমটির অফিস থেকে কয়েকটি বক্স নিয়ে যেতে দেখা গেছে।

পুলিশ জানায়, আদালতের অনুমতি সাপেক্ষে সাংবাদিকতার সরঞ্জাম জব্দ করতে স্ট্যান্ড নিউজের বার্তাকক্ষে দুই শতাধিক কর্মকর্তা অভিযান চালিয়েছেন।

সানবিডি/ এন/আই