ক্ষুদ্রঋণ বিতরণে সাফল্য অর্জনে স্বীকৃতি পেলো আইপিডিসি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৯ ১৮:৫৯:৫২
কোভিড-১৯-এর ফলে বিরূপ অবস্থার সম্মুখীন হওয়া কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) ঘুরে দাঁড়াতে সহায়তার লক্ষ্যে সরকার ঘোষিত বিশেষ প্রণোদনা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা শতভাগ বাস্তবায়নের জন্য আইপিডিসি ফাইন্যান্স-কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।
দশ কোটির বেশি বেশি টাকা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এরকম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই স্বীকৃতি প্রদান করে বাংলাদেশ ব্যাংক।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক বিশেষ আয়োজনে বাংলাদেশ ব্যংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হল-এ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বীকৃতিজ্ঞাপক সার্টিফিকেট তুলে দেয় আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম-এর হাতে।
এ প্রসঙ্গে মমিনুল ইসলাম বলেন, “মহামারি ফলে ক্ষতিগ্রস্ত হওয়া সিএমএসএমই খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তার সুযোগ করে দেওয়ার জন্য আমরা সত্যি বাংলাদেশ ব্যাংক-এর প্রতি কৃতজ্ঞ। এ ধরণের কার্যক্রম আমাদের কাজকে আরও অর্থবহ করে তোলে। আর আমরা বিশ্বাস করি বাংলাদেশে ব্যাংক প্রদত্ত এই স্বীকৃতি সিএমএসএমই খাতের পাশে দাঁড়াতে আমাদের বিরামহীন প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে।”
উল্লেখ্য, আইপিডিসি ফাইন্যান্স প্রাথমিকভাবে ঘোষিত সময়সীমার মধ্যেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়।
এএ