২০২১: বাংলাদেশের পুঁজিবাজারের বিশ্বসেরার হ্যাট্রিক করার রেকর্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৯ ২২:৩০:০৭
বিশ্বের সব পুঁজিবাজারগুলোকে পেছনে ফেলে ছয় মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো সেরা তালিকায় স্থান করে নিয়ে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। ২০২১ সালের মে মাসে রিটার্নের দিক দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিশ্বের সেরা পুঁজিবাজারের স্থান দখল করে। বিশ্বের সেরার খেতাব অর্জনে হ্যাট্রিক করার রেকর্ড অর্জন করে বাংলাদেশের পুঁজিবাজার।
ফ্রন্টিয়ার জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আলোচ্য সময়ে বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজার থেকে রিটার্ন পেয়েছে ৯ দশমিক ৪ শতাংশ। এছাড়া পাকিস্তান ৮ দশমিক ৫ শতাংশ এবং ভিয়েতনাম ৭ দশমিক ২ শতাংশ, চায়না ৬ দশমিক ৬ শতাংশ, ফিলিপাইনস ৫ দশমিক ৩ শতাংশ, কাজাকিস্তান ৪ দশমিক ৭ শতাংশ, শ্রীলঙ্কা ২ দশমিক ৫ শতাংশ, থাইল্যান্ড শূন্য দশমিক ৬ শতাংশ, ইন্দোনেশিয়া শূন্য দশমিক ৩ শতাংশ।
করোনাকালে বিশ্বের অন্যান্য পুঁজিবাজারগুলোকে পেছনে ফেলে বাংলাদেশের পুঁজিবাজারের বিশ্বসেরা হওয়া ২০২১ সালের একটি বড় অর্জন। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রিটার্নের দিক দিয়ে বিশ্বের সেরা পুঁজিবাজারের তালিকায়ও উঠে আসে ডিএসইর নাম।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস