২ কোম্পানির পরিচালক-উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয় বিক্রয়ের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১২-৩০ ১২:০৯:৩২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ৩ পরিচালক, উদ্যোক্তা ও উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন । কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল এবং নিউলাইন ক্লোথিংস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এনভয় টেক্সটাইলের করপোরেট উদ্যোক্তা পরিচালক ফনটিনা ফ্যাশান হাউজ ২৪ লাখ ১ হাজার ৮৩২টি শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে (ব্লক মার্কেটে) বিক্রি করবেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে এনভয় টেক্সটাইলের ৭৭ লাখ ৪১ হাজার ৬০৩টি শেয়ার রয়েছে। একই সময়ে এ কোম্পানির উদ্যোক্তা পরিচালক কুতুব উদ্দিন আহমেদ ২৪ লাখ ১ হাজার ৮৩২টি শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে (ব্লক মার্কেটে) ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, নিউলাইন ক্লোথিংসের উদ্যোক্তা পরিচালক মো. আসিফ রহমান এক লাখ ৬৭ হাজার ৫৮০টি শেয়ার (বোনাস) বর্তমান বাজার দরে আগামী আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তার কাছে ২৬ লাখ ৮৯ হাজার ৬৫৯টি শেয়ার রয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস