ভারতীয় কোস্টগার্ডের হাতে ১৫ জেলে আটক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-৩০ ১৪:৫২:৩০


ঘন কুয়াশার কবলে পড়ে পথ হারিয়ে ভারতীয় জল সীমানায় প্রবেশ করায় পটুয়াখালীর কলাপাড়ার দু’টি মাছ ধরার ট্রলারসহ ১৫ জেলেকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড।

সোমবার মধ্যরাতে ট্রলারসহ জেলেদের আটক করা হয়। ভারতীয় আদালতের মাধ্যমে জেলেদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন- এফবি তানজিলা ট্রলারের মাঝি আলমগীর হোসেন, জেলে নাইম ফরাজী, রহিম মোল্লা, জহির, পানু মিয়া, ইউসুফ, ইসমাইল, তারাইয়া। এফবি তাহিরা ট্রলারের মাঝি মো. তৈয়ব,  ড্রাইভার খাইরুল আমিন, জেলে ইব্রাহিম সরদার, ইসমাইল, কফিল উদ্দিন, জাহিদ। আটক জেলেরা উপজেলার লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

কুয়াকাটা-আলীপুর ট্রলার মালিক ও মৎস্য্য ব্যবসায়ী সমিতির সভাপতি এবং লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ভারতে আটক হওয়ার সংবাদ পাওয়ার পরে এসব জেলে পরিবারে চলছে কান্নার রোল।

সানবিডি/এনজে