দর বৃদ্ধির শীর্ষে আরএসআরএম স্টিল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-৩০ ১৬:১৫:০৪


বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আরএসআরএম স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৭০ বারে ৩ লাখ ৭০ হাজার ৪৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪০ শতাংশ। ফান্ডটি ২২ বারে ২ লাখ ৪৯ হাজার ৯৮২ টি  ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৮ শতাংশ। কোম্পানিটি ৫২৩ বারে ২ লাখ ২৮ হাজার ৭২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাটা সুর ৬.২২ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৬.১৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.০৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৫.৯৫ শতাংশ, আইসিবির ৫.৬২ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৪.৯৯ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস