বিকাশ, ইস্পাহানি ও রাধুনিসহ সেরা ১০২ ব্র্যান্ডকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-৩০ ১৮:০৭:১০


ভালো মানের পণ্য ও সেবা প্রদান এবং স্বনামধন্য ব্র্যান্ড তৈরির মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জন করা ব্যবসায়ীদের উৎসাহিত করতে দেশের ১০২টি শীর্ষ ব্র্যান্ডকে সম্মাননা দেওয়া হয়েছে।

ব্র্যান্ডগুলোকে ৩৫টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে সামগ্রিকভাবে সেরা ১৫ ব্র্যান্ডের মধ্যে প্রথম দেশের বৃহত্তম মোবাইল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান বিকাশ।

দ্বিতীয় সেরা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর চা এবং তৃতীয় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রাধুনি।

দ্য ডেইলি স্টারের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ও নিলসন বাংলাদেশ যৌথভাবে গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এ সম্মাননা দেয়।

অন্যান্য শীর্ষ ব্র্যান্ডগুলো হলো-আরএফএল হাউসওয়্যার, গ্রামীণফোন, ক্লোজআপ, সানসিল্ক, স্বপ্ন, প্যারাসুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, প্রাণ ফ্রুটো, লাক্স, ওয়ালটন, দারাজ ডট কম, কোকাকোলা এবং লাইফবয়।

বিবিএফ গত ১৩ বছর ধরে দেশের ব্র্যান্ডগুলিকে অনুপ্রাণিত করতে সম্মাননা দিয়ে আসছে।

বিবিএফের পরিচালক নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, ‘জনপ্রিয় হতে স্থানীয় ব্র্যান্ডগুলোকে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে খুঁজে বের করতে হবে।’

এএ