মহাকাশে রকেটবাহী স্যাটেলাইট পাঠালো ইরান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-৩০ ১৯:০৭:৪৪
মহাকাশে তিনটি রকেটবাহী একটি স্যাটেলাইট পাঠিয়েছে ইরান।আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ হোসেইনি এই তথ্য জানিয়েছেন। এর আগে কয়েক বার রকেট উৎক্ষেপণের চেষ্টা করলেও দেশটি ব্যর্থ হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে আহমদ হোসেইনি বলেন, সিমোর্গ রকেটবাহী স্যাটেলাইট তিনটি যন্ত্র নিয়ে সফলভাবে মহাকাশে রওনা দিয়েছে। প্রথমবারের মতো একই সঙ্গে তিনটি রকেট উৎক্ষেপণ করা হলো। প্রতি সেকেন্ডে এগুলোর গতি ৭ হাজার ৩৫০ মিটার।
অবশ্য স্যাটেলাইট কক্ষপথে পৌঁছেছে কিনা তা জানাননি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।
মধ্যপ্রাচ্যে বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকা একটি দেশ ইরান। কারগরি জটিলতায় অতীতে বেশ স্যাটেলাইট উৎক্ষেপণের বেশ কয়েকটি উদ্যোগ সফল হয়নি।
হোসেইনে বলেন, এই উৎক্ষেপণের গবেষণা উদ্দেশ্য অর্জিত হয়েছে। এটি ছিল পরীক্ষামূলক। শিগগিরই কর্মক্ষম উৎক্ষেপণ চালানো হবে।
সানবিডি/এনজে