মীরসরাইয়ে কোটি টাকার ভারতীয় উত্তেজক ওষুধ জব্দ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০১ ১৮:৪৪:৪৬


চট্টগ্রামের মিরসরাইয়ে কোটি টাকার যৌন উত্তেজক ও শক্তি বর্ধক ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাতে সীমান্ত পিলার ২২০৩-এর বাংলাদেশের অভ্যন্তরে আমতলী নামক স্থান থেকে এসব ওষুধ জব্দ করেছে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অলিনগর ক্যাম্প।

উদ্ধার হওয়া সাড়ে ১৩ লাখ পিস ওষুধের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে ‍অলিনগর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আসামিরা আমাদের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধার যৌন উত্তেজক ও শক্তি বর্ধক ওষুধগুলো শুল্ক বিভাগে জমা দেওয়া হবে।’

সানবিডি/এনজে